মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৮

হরি বলে ডাকরে ও মন ভক্তি ভরে মধুর স্বরে ।
ডাকলে হরি দিবেন দেখা, বড় দয়াল ভক্তের তরে ।।
শিশু বৎস হাম্বা করে, ডাকলে মা থাকলে দূরে,
ছুটে আসে অমনি করে, বৎসের ডাকে দুগ্ধ ঝরে ।
তেমনি হরি ভক্তের ডাকে, রইতে নারে আর গোলকে,
ভক্ত হৃদয় প্রেমালোকে, হাসায়ে হাসেন অন্তরে ।
এক প্রাণে জগত প্রাণ, বাঁধা আছে অমনি সন্ধান,
আকুল হলে ভক্তেরি প্রাণ, সে তান বাজে তার ভিতরে ।
তানে তানে পড়িলে টান, প্রাণেতে মিশে যায় প্রাণ,
ভক্ত হয়ে যায় ভগবান, জগত ভরা একরুপ ধরে ।
হলে আত্ম সম্প্রদান, করেন হরি আত্মদান,
দূরে যায় তার মান অভিমান, এক আত্মা কে ভেদ করে ।
সে রুপে স্বরুপ মিশে, দিবানিশি খেলায় হেসে,
আলোকে আঁধার নাশে, হৃদে ভাসে হরে হরে ।
মনোমোহন বড় বোকা, গেল না তার মনের ধোকা,
সোজা পথে হল ঠেকা, একা সে যাইতে নারে ।।