আয়না সখা, নয়ন বাঁকা
শিখি পাখা হেলায়ে কানাই ।
করে ধরি বেনু, সঙ্গে নিয়ে ধেনু
রুনু ঝুনু ঝুনু নূপুর দিয়ে পায় ।
পড়ে পীতধরা, বেঁধে মোহন চূড়া
আয়না আমরা আয় গোষ্ঠে যাই ।
হাম্বা রবে ডাকে ধেনু সবে
বুষভ আরাবে উর্দ্ধমুখে চায় ।
তমালের তলে যমুনার কূলে
শুক সারি মিলে তব নাম গায় ।
আয়রে গোপাল, সকাল সকাল
ও মাখনলাল বেলা হয়ে যায় ।
যত রাখাল নিয়া, গোধন লইয়া
দ্বারে দাড়াইয়া প্রেমানন্দে তায় ।
গালাগালিচ্ছলে রে কানু বলে
পাঁচনি বগলে কৃষ্ণগুণ গায় ।
চুপি চুপি হাসি, কানু বলে আসি
মায়েরে সম্ভাষি, দেরী হচ্ছে ভাই ।
চলরে শ্রীদাম, চলরে সুদাম
দাদা বলরাম চল চল যাই ।
রাখালিয়া প্রেমে, বদ্ধ ব্রজধামে
হলে যদি শ্যাম, হবে কি উপায় ।
দীন মনোমোহন, ও রাঙ্গা চরণ
নয়ন ভরে সদা দেখিবারে চায় ।।