আঁখি নীরে টেনে আনে, প্রাণের প্রাণ কাছে ।
চোখের জল আর প্রাণের টান, তা বিনে কি মন্ত্র আছে ।
প্রাণ ভরা করুণ স্বরে, প্রেম ভরে ডাকলে পরে
অমনি এসে হেসে হেসে, আনন্দে অন্তরে নাচে ।
খেলায় খেলে প্রাণ পুতুল, দোল দোলাদোল দোদুল দোদুল
যে দেখেছে তার সেই দোল, মায়ের কোল ছেড়ে দিছে ।
আভাস পেয়ে মনোমোহন, গাছতলাতে করছে রোদন
ছুটবে কি তার কর্ম বন্ধন, জন্ম মরণ যাবে ঘুচে ।।