প্রাণ দিলে কি ভুলা যায়, যে দিয়াছে সে জানে ।
শয়নে স্বপনে জাগে, আপনা হইতে টানে ।
মনে করি ভুলি ভুলি, আবার বরি কেমনে
ভুলিতে আপনা ভুলি, তাহারে হইলে মনে ।
ভালবাসা মহামন্ত্রে হইয়াছে দীক্ষা যার
সে জনে বলিতে পারে কেমন মহিমা তার ।
অপ্রেমিকে বুঝাইতে নিষ্ফল সাধনা হায়
বালকে রমণ সুখ যেমতি বুঝান দায় ।
ধীরে ধীরে আকর্ষণ কি মধুর আস্বাদন
তুচ্ছ হয় তার কাছে ধন মান এ জীবন ।
তাই সে প্রেমিক কবি, নিশিদিন জেগে থেকে
ভাবুক আকুল প্রাণে সুখে দুঃখে থাকে সুখে ।।