মিত্রামিত্র যোগে তব, সাধনা অতি সুন্দর ।
আনন্দে বিভোর করে, সর্বদা জীব অন্তর ।
বরাভয় যুগ্মকর, খরশান অসি ধর
বিষামৃত যোগে তুমি, তুমি পূর্ণ সুধাকর ।
সংযোগ বিয়োগে নীতি, খেলিছে বিমান ক্ষিতি
অভাবে স্বভাবে গতি, লীলা নিত্য মনোহর ।
বিহনে কভু সংগ্রাম, মিলেনা পূর্ণ আরাম
চঞ্চল হৃদয় কাম, হয়না কভু স্থিরতর ।
কামে প্রেমে খেলা পেতে, আকর্ষিছে সদা উর্দ্ধে
অমাবস্যা পূর্ণিমাতে, পরম কল্যাণ কর ।
বিশ্বে তব এক কায়া, বিভূতি নানা মায়া
আমিত্বতা মায়াছায়া, কৃপাতে হরণ কর ।।