হেরো কি দয়াল নামে সকলই সম্ভবে । অসাধ্য সাধন যত হতেছে এই ভবে । অচল যেতেছে হেটে, বোবার মুখে কথা ফুটে অন্ধজনে আঁখি মেলে, দেখিতে পাইছে সবে । শুকনা গাছে ফল ধরিছে, পাষাণেতে ফুল ফুটিছে প্রকৃতি ভুলিয়া গেছে, আপন স্বভাবে ।।