ভক্তের ভাঙ্গা তরী, তোমায় লয়ে ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে ।
চায়না কিছু আপন স্বার্থ, সকল বিত্ত অর্থ তুচ্ছ করে ।
তোমার নামের কাঙ্গাল হয়ে, এই জীর্ণ দেহতরী লয়ে,
ভাবের বাদাম উঠাইয়ে, নাম বিলায় সে ঘরে ঘরে ।
প্রেমের ঝুলি নামের বুলি, কপালে কলঙ্কের ডালি,
কেউ দিচ্ছে তায় গালাগালি, কেউ বা কিছু আদর করে ।
পাখি যেমন পাখা দিয়া, শিশু ছা রাখে ঢাকিয়া,
তেমনি তোমার হৃদয় দিয়া, জাগো ভক্তের হৃদ মাঝারে ।
তুচ্ছ সম্পদ পেলো যারা, দীন দেখে মুখ ফিরায় তারা,
নির্ধনের ধন তোমার চরণ, কাঙ্গাল বৈ কে কিনতে পারে ।
যাদের নাকি কিছু আছে, পায়না যেতে তোমার কাছে,
সব দিয়ে সব নাই হয়েছে, সব দিছে যার তোমার তরে ।
মনোমোহন কয় ভেবে মনে, কাঙ্গাল নয় সে অতুল ধনে,
ধনী হয় ধন বিতরণে, রং সেজেছে রঙ্গের ঘরে ।
তার ভাঙ্গা নায়ে চিরকাল, আপনি হরি ধরেন হাল,
ছিন্ন করি মায়াজাল, সকালে যায় ভবপারে ।।