মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২২৩

মন তোমারই শ্রাদ্ধের আয়োজন
করবো এবার বড় ব্যাপার, দেশ বিদেশে নিমন্ত্রণ ।
যার থাকেনা অধিকারী, নিজের শ্রাদ্ধ যায় সে করি
আমি তুমি তেমন তরী, দুজনে মিলে একজন ।
আশা ছিলো তোমায় লয়ে, ভাঙ্গা তরীর ও ভাই নেয়ে
ভব পারে যাবো ধেয়ে, করিবো অরি দমন ।
এখন তুমি দেওনা সাড়া, ভাবে বুঝি তুমি মরা
তোমার জন্য লবো ধড়া, বাউল পারা গিয়ে এখন ।
জ্ঞান বৈরাগ্য তুলসী তিলে, অষ্টপাশ আর রিপুদলে
ভাব ভক্তি তার গঙ্গাজলে, করবো আমি নিবেদন ।
বদন শর্মা পড়বে গীতা, শুনবো বসে তারি কথা
মুড়াইয়ে আপনা মাথা, গয়াতে করবো গমন ।
দেহ প্রাণ পিণ্ড মেখে, দিবো কুণ্ডলিনী মুখে
যাবিরে আনন্দলোকে, মনসুখে মনোমোহন ।।