মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪১৭

যেরুপ সেরুপ, যেই নাম সেই নাম, স্বভাবেতে আমি তুমি
ধর্মাধর্ম কর্মাকর্ম, সকলেরই মর্ম তুমি ।
যা দেখি ব্রহ্মাণ্ডময়, তুমি ভিন্ন কেহ নয়
সৃষ্টি স্থিতি তুমিময়, বায়ূ জল তেজ ভূমি ।
জমা খরচ আগে পাছে, হিসাবেতে ঠিক মিলেছে
মাঝখানেতে ঘুরতে আছে, বিশ্ব দৃশ্য নিঃস্ব কামী ।।