মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৩৮

যারে প্রাণের অধিক ভালবাসি
তারে ডাকলে শুধু পেয়ে থাকি, প্রাণ ভরা এক মধুর হাসি ।
ডাকিয়ে আপনা হারা, আনন্দ প্রবাহে ধারা
অবিরল বেগে ছোটে, মাতায়ে করে উদাসী ।
আপনি আপন হতে, কি জানি চাহি ধরিতে
ধরি ধরি দেয়না ধরা, আড়াল থেকে বাজায় বাঁশি ।
আঁধারে জোৎস্না ফোটে, চকোরিণী মধু লোটে
দেখরে মানুষ ঘটে, সমুদিত পূর্ণশশী ।।