মন ঘুড়ির দড়িটা তুই লয়ে মা আপন হাতে ।
উড়াইতেছিস হৃদাকাশে বাসনা হাওয়াতে ।
বাতাসে চার ডোর ছিড়িয়া, লয়ে যেতে উড়াইয়া
সাধ্য কি নেয় হাত ছাড়াইয়া ঘুরে আফশোষেতে ।
যেমনি ঘুরাও তেমনি ঘুরি, তবু বল আমি করি
হায়রে হায় মরি মরি, কি আশ্চর্য ইহা হতে ।
নেপথ্যে তোমার হস্ত, না দেখে হই এত ব্যাস্ত
মনোরে কর মা সুস্থ, স্থান দিয়ে ঐ শ্রীপদে ।।