মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৫১

এ বিশ্বে সর্বস্ব ধন তোমার দয়াল নাম ।
অবিশ্রান্ত কর্মধামে ক্ষণিক তরে বিশ্রাম ।
জীবযুদ্ধে যুঝে জীব
পরিণামে ভুলে শিব
ত্রিতাপ দগ্ধ হৃদয়ে নহে পূর্ণ মনস্কাম ।
করিতে আশা পূরণ
বিবিধ কত যতন
বিমুখ রতন লাভে সুখভোগ আছে বাম ।
দরিদ্র ভকত চিত
কি পাইয়া উল্লসিত
আর কিছু নয় তার, পূর্ণ সুধাকর নাম ।।