মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৫২

যতই দূরে সরবে তুমি, ততই আমি যাবো ছুটে
যতই তুমি নিরাশ করবে, ততই আশা বাঁধবো এটে ।
যতই সাধোরে ঘুমের লেগে, ততই আমি উঠবো জেগে
যতই তুমি ছুটতে চাবে, ততই ধরবো শক্ত মুঠে ।
যতই তুমি দিবে মন্দ, যতই তুমি করবে দ্বন্দ্ব
ততই আমার ঘুচবে সন্দ, অন্ধ আঁখি উঠবে ফুটে ।
যতই তুমি অভাব দিবে, ততই প্রাণ আকুল হবে ।
যতই তুমি ফেলবে নীচে, ততই যাবো উপরে উঠে ।
যতই সাড়ি ধরবে তুমি, ততই সোজা আমি
মনোমোহন কয় নিদয় সদয় সকলই দয়া বটে ।
হৃদয় স্বামী নিদয় তোমার দয়া বটে ।।