কালী নাম কৃষ্ণকান্তি, শিবযোগ দয়াময় ।
সাধ্যযোগ সাধনাতে, আনিলেন এ সময় ।
কালীনামে কর্মযোগ, করিলো সিদ্ধি প্রয়োগ,
কৃষ্ণনামে প্রেমমুখ, ধরে শিব প্রেমময় ।
গুরুমুর্ত্তি সহস্রারে, স্বাধিষ্ঠান মূলাধারে,
ষড়চক্র ভেদ করে, একাকার জ্যোতির্ময় ।
যোগেতে বিমান ক্ষিতি, শুদ্ধযোগে এলো প্রীতি,
দেখরে দেখ সম্প্রতি, বিভূতি এক দয়াময় ।।