করিবো তোমার পূজা বাসনা অন্তরে ।
মন প্রাণ লয়ে মাগো, ডাকিবো কাতরে ।
দিবো ভক্তি পুষ্পাঞ্জলি, হাতে হাতে করতালি
বিশ্বাস চন্দন গন্ধ মাখিবো আদরে ।
প্রেম বিল্ব পত্র দলে পূজিবো গো কুতূহলে
জপিবো অজপা যোগে নাম প্রাণভরে ।
ইচ্ছাময়ী তারা তুমি, ইচ্ছাতেই ইচ্ছি আমি
তোষ মা, মনোমোহনে ইচ্ছাপূর্ণ করে ।।