বিভোর পরাণে তাহারে মাগি । উদাসিয়া চিত তাহারি লাগি । না বুঝে মরম, না বুঝে ভরম ধরম করম শরম তেয়াগি । পথ চেয়ে চেয়ে, দিন গেলো বয়ে তাহার লাগিয়ে এত দুঃখ ভাগী ।।