মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৭৬

তারা চলছে বেয়ে দেখতে পেয়ে, ধেয়ে যেয়ে নায়ে চড়েছি ।
আমার ভাঙ্গা নায়ে বাদাম দিয়ে, তর তর তরী ছেড়েছি ।
ভাটি তরী ঢেউ খেলে উজান, ফাড়াচিড়া তেনাজোড়া নায়ের বাদামখান,
পারের কিনার ঘেসে চলছি ভেসে, বসে কষে হাল ধরেছি ।
গাঙ্গে ভাঙ্গে যে কূল সর্বদায়, ফাটা মাটি পড়ছে ছুটি সে কুল আমি নায়,
খেয়ে ঢেউয়ের বারী, কাপছে তরী, ডরে হরে হরে ডাকতেছি ।
ফাটা মাটি কূল ঝাপটের ঘায়, লয়ে তরী ডুবে মরি কখন জানি হায়,
আবার মেঘে ডাকে ঘোর বিপাকে, কে আমাকে রাখে ভাবতেছি ।
নায়ের নাই ছৈয়া কি নঙ্গর, অকূলেতে পড়ছি ভেসে কোথায় করি ভর,
ছুটছে তুফান ভারী সামাল তরী, থর থর করি কাঁপিতেছি ।
বড় নায়ের মাঝি যে সকল, সাহস দেখে উঠছে রেগে ভাবছে সে পাগল,
নৈলে এমন করে পাড়ি ধরে, মরণ ভয় নাই দেখতেছি ।
অকূলের কূলকাণ্ডারী যেজনা, তার পায়ে সপেছি মন ভরসা করুণা,
ধরে অকূলে কূল, হয়ে ব্যাকুল, কূলকাণ্ডারীর লাগ পেয়েছি ।
এমন নৈলে কেউ তারে পায়না, অকূলে কূল ধরতে একা বুঝেছি করুনা,
সে যে কাঙ্গালের বল, প্রাণের সম্বল, ভক্তবৎসল নাম চিনেছি ।
ভব তরীতে ভয় আর করিনা, কাণ্ডারী বড়ই সুজন গিয়াছে জানা,
দিয়ে হালটি হাতে, হাইল মাচাতে, বসায়ে তায় বসে আছি ।।