ফিরে নাহি যাবো, দূরে না সরিবো
ধীরে ধীরে গাবো রাত জেগে ।
প্রাণেশের লাগি, সপিয়া পরাণ
ধরে লবো তায় প্রাণ থেকে ।
তার ছায়া মম, হৃদে অনুসম
আঁকিয়া মাখিয়া রাখিয়া ঢেকে ।
ভাবিয়া ভাবিয়া, এরুপ ছাড়িয়া
সেরুপ স্বরুপে ধরিয়া যোগে ।
প্রাণের প্রতিমা, কেড়ে লবো তার
প্রাণটি আমার সপিয়া আগে ।।