যুক্ত করো জননী গো জীবন সাধন । আরাধনা যোগে আজি সহিত শরীর মন । পৃথক অস্তিত্ব আর, থাকেনা যেন আমার, তোমাতে ডুবায়ে লও, করে তীব্র আকর্ষণ । ঘুচায়ে মনের ব্যাথা, দাও মাগো অমরতা, আমরা সবে সরল মনে, করি আত্মসমর্পণ ।।