মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩০৫

ভরসা তোমার মাগো ভব সায়রে ।
অকূলে কূল দে মা কালী, করুণা করে ।
না পেয়ে কূল কিনারা, হয়ে আছি পথ হারা
দয়া করে মাগো তারা পথ দেখায়ে দে আমারে ।
দুর্বলে বলদায়িনী, ভক্তবাঞ্ছা বিধায়িনী
রোগ শোক বিনাশিনী, অজ্ঞান হীন কিঙ্করে ।
করুণা কটাক্ষ দানে রক্ষা করো ধন প্রাণে
মনঃকষ্ট বিমোচনে শ্রীপদ দেহ মা শিরে ।।