হাসিমুখে আসিয়াছি কেঁদে কেন চলে যাবো ।
দিয়ে হাসি, অশ্রুরাশি, কেন উপহার লবো ।
প্রাণের হাসি ঠোটের কোণে, মিশিতে কভু দিবনে
যখন বিষাদ আসবে ধেয়ে, নিভৃতে লুকায়ে থুবো ।
সময় পেলে আবার টেনে, তুলবো তারে ঠোটের কোণে
আপনা হাসি আপনি দেখে, আত্মহারা হয়ে যাবো ।
সংসারের ঘোরবর্তে, মর্ত্যের কণা যখন মর্ত্যে
হাসতে চাবে যখন, একবার সে হাসি হাসিয়া লবো ।
শৈশবে যা দিছি দান, খুজে লবো তার প্রতিদান
হাসির বদল হাসি পেয়ে, হাসি দিয়ে ব্যোম মাতাবো ।।