শিখায়ে দে তুই আমারে, কেমন করে তোরে ডাকি ।
এক ডাকে ফুরায়ে দেইরে, জন্মভরার ডাকাডাকি ।
যেমন করে ডাকলে পরে,
শুনতে পাস তুই হঠাৎ করে,
হাসি দিস আমার অন্তরে, প্রাণভরে যায় রয়না বাকী ।
ডাক দিয়ে তুই ডাক শিখায়ে,
ফাক না দিয়ে আয়না ধেয়ে,
খেলাই আমি তোরে লয়ে তোর প্রাণে মোর প্রাণ মাখি ।
যেরুপে তোর নয়ন ধরা,
সেরুপ ধরে নয়ন ধারা
বারণ করি হওনা দাড়া, চেয়ে থাক দুই পাগলা আঁখি ।
মনোমোহন বেহুশার মন,
কমতি পড়ে নাই তার ওজন,
আপনি কর তারে শোধন, হৃদয়ে জাগ্রত থাকি ।।