মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৬৩

ছনের ছানি টিনের ঘরে বিবাদ করে নিরালা ।
পাড়ার লোক একত্র জুটে শুনতে এলো দুপুর বেলা ।
হলো তাতে দুই পক্ষ, ধনী গরীব দিলো সাক্ষ্য
জবাববন্দী মূখ্য মূখ্য, রুক্ষ কথা কি জ্বালা ।
ছন বলে অতিশয় রোষে, টিনের ঘর তুই সর্বনেশে
বাতব্যাধি আনলি দেশে মাথা ঘোরা বুক জ্বালা ।
অল্প বয়সে পাকে চুল, কথায় কথায় লাগে ভুল
রোদের সময় না পায় কূল, বাসা নেয় গাছের তলা ।
টিনে বলে তাই অভিমানে, বুঝবি কি তুই আমার মানে
শক্ত আমি ঝড় তুফানে, মহাজনে বাঁধে গোলা ।
আসল কথা তোরে শোনাই, আগুনে তুই ভস্ম আর ছাই
সেই আশঙ্কা আমাতে নাই, তাতে হই আমি উজালা ।
ছন বলে তা বটেরে বটে, দেখেছি গঞ্জের হাটে
ছুটছে আগুনের চোটে, জ্বলে পুড়ে মুখ কালা ।
মনো কয় ভালো রে ভালো, এখনে রায় দিতে হলো
টিনের ঘরের কাজ নাই আমার, বাঁধ ছনের একচালা ।।