মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১১৯

জাগ মা জাগ মা জাগো, জাগো জগজ্জননী ।
কুলাও মা কুলাও মা কালী, কুলাও কুলকুণ্ডলিনী ।
জাগো মাগো, মা মা বলে, কান্দে গো তোর কোলের ছেলে,
আছাড় খেয়ে পড়ে ধূলে, বুক বেয়ে তার ঝরছে পানি ।
না পেয়ে মা মায়ের দিশা, কেন্দে কেন্দে করছে গোসা,
অমনি ছেলের মায়ের নেশা, মা নইলে বাঁচেনা প্রাণী ।
শিশুর জীবন মায়ের কাছে, মা নইলে কি শিশু বাঁচে,
মনোমোহনের মন ছুটেছে, ডাক দিতেছে জাগ জননী ।।