মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪০৩

আধার রেতে পথ ভুলিয়ে
আসিয়া পড়েছি হেথা ।
প্রিয় সখাগম মানস করিয়ে
সহিতে লেগেছি এত ব্যাথা ।
বিজলী আলোক নয়নে চমকি
কহিয়া দিতে চায় মনের কথা ।
শরম মরমে লুকিয়ে থাকিয়ে
নিয়ত দিতেছে তাহাতে বাঁধা ।।