প্রেম কি কখন গাছে ধরে ।
আম কাঠাল নয় পেরে খাবি
ঝাকা দিলে নাহি পড়ে ।
প্রেম কি লো সামান্য বটে, প্রেম কি সবার ভাগ্যে ঘটে
প্রেমের কথা ঘাটে মাঠে, রটে কেবল মূর্খ নরে ।
প্রেম পাহাড়ে আছে খনি, জ্বলতেছে পরশ মণি
পথে কাল ভুজঙ্গিনী নিঃশ্বাসে তার প্রাণ হরে ।
কাম ক্রোধ লোভ হিংসা, চারিদিকে বাঘের বাসা
ঘৃণা লজ্জা ভয় ইত্যাদি, খেকশিয়ালে খেউ খেউ করে ।
শুদ্ধরাগ মন বৈরাগী, যেজন হইছে সর্বত্যাগী
ভয় নাই কিছু তারি লাগি, পালায় শত্রু হুহুঙ্কারে ।
প্রবেশিয়া প্রেম পুরীতে, বিচ্ছেদের বিষ পায় দেখিতে
বিষপানে হয় বিশ্বম্ভর সে, যদি হজম করতে পারে ।
মনোমোহন সে বিষের জ্বালায়, ছট ফট করে ঘুরে বেড়ায়
নুনের ছিটা দেয় কাটা ঘায়, দরদী নাই এ সংসারে ।।