মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৮৪

সে ধন সহজে কি ঘটে ।
যার ভাগ্যে আছে, পায় সে কাছে, নইলে ফিরে মাঠে মাঠে ।
গুরু সত্যরুপে আছেন সত্য, প্রতি ঘটে ঘটে
সত্য মিথ্যা যোগ করে তাই, কেবল আপদ ঘটে ।
কুল ছেড়ে কেউ কুল পাইতে, নামে নদীর ঘাটে
ঢেউ দেখিয়ে চুবড়ি খেয়ে, ফিরে আবার তটে ।
কুম্ভকারে আগুন দিলে, কত পাতিল ফাটে
কর্মদোষে ভয় পাইয়ে, আপদ কত ঘটে ।
ফল পাড়িতে কেহ কেহ, কখন গাছে উঠে
হুহুঙ্কারে নীচে পড়ে, অমনি আবার হাটে ।
বাঁধা বাছুর দৈববশে যদি, দড়ি ছিড়ে ছুটে
মুখ লাগায়ে চুষে যেমন, শক্ত করে গাভীর বাটে ।
মনোমোহন কয় কার যদি মন, এমন হয়ে থাকে বটে
সে কখনও যায়না ফিরে, কাঁদলে হাসি আপনি ফুটে ।।