মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৭৬

সম্বৎসর হলো দেব ত্যজিয়া গিয়াছো মোরে ।
কোথা আছো জানি নাকো, তবু প্রাণ কেঁদে ফিরে ।
কত স্নেহ ছিলো মনে, মমতা মাখানো প্রাণে
কেমনে ভুলি এক্ষণে, রহিয়াছো তুমি দূরে ।
দুঃখ কষ্ট পাবো বলে, নিজ প্রাণ দিতে ঢেলে
এখনে যে গেছো ফেলে, কে আর জিজ্ঞাসা করে ।
পাখি যেমন পাখা দিয়া, শিশু ছা রাখে ঢাকিয়া ।
তেমনি করিয়া আবরিয়া, রাখিতে সর্বদা ক্রোড়ে ।
এবে শত দুঃখ পাই, দেখিতে না পাও তাই
দেখেও মমতা নাই, বাহ্য লীলা গেছে দূরে ।
যেখানে সেখানে থাকো, ভুলিতে তো পারি নাকো
জেগে উঠে স্মৃতি তব, ও মুখ হৃদয় দ্বারে ।
শুধু আজি বলে নয়, যতদিন ভবে রয়
আমার এ দেহ পিতঃ কাঁদিবে এমনি করে ।।