মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২০৮

তুমি আপন কিংবা পর
বুঝতে নারি তাই তো হরি, কেন্দে ফিরি নিরন্তর ।
এত করাঘাত হৃদয় দুয়ারে, এত ডাকাডাকি ক্ষীণ কণ্ঠস্বরে
তুমি ঘুমের ঘোরে, লুটে আছো পড়ে, শুনেও শোনোনা, না দাও উত্তর ।
আপন হলে পরে, কে কারে কান্দায়, ডাকলে এসে অমনি সম্মুখে দাড়ায় ।
হয়ে ব্যাথার ব্যাথী, হয়ে সাথের সাথী, জীবন অবধি থাকে একত্তর ।
কই তুমি কই, ডাকি বারম্বার, শূণ্য হতে ফিরে আহবান আমার
দূরে নাহি থাকো, প্রাণে নাকি জাগো, কিছু বুঝি নাকো চঞ্চল অন্তর ।
একথা সেকথা যত কথা বলি, বুঝতে নারি তাই আকুলি বিকুলি
প্রাণ লাগে খালি, তাই তো পর বলি, দিলে আত্মবলি নহ স্বতন্তর ।
কেমন করে আমি যাবো তব পাশে, টেনে লয়ে যাও ধরে মম কেশে
নইলে যাওয়া আর হলোনা আমার, মনোমোহন তোমার অজ্ঞান কোঙর ।।