হরিনাম কৃষ্ণযোগে, রামরাজ্যে পাইলো জীবন । এবে রামকৃষ্ণ পরিহরি, হরি হরি বল মন । হরি সদয় নিদয়, যোগে হলো দয়াময়, পরিহরি হরি হরি, দয়াময় বল এখন ।।