আজি প্রভাতে কি আনন্দ, পেয়ে তব আশীর্বাদ ।
বৈষ্ণব রুপেতে বিষ্ণু দিলে কি অতুল প্রসাদ ।
তুমি সত্য তুমি নিত্য সচ্চিদানন্দ অমৃত
সংকট ভয়হারী হরি, পূর্ণ করো এ সংবাদ ।
আমি দাস তুমি প্রভু, বিকার রহিত বিভু
কর কর্তৃত্বে তোমার দিয়ে সতত আহলাদ ।
কি আছে প্রার্থনা করি, সদয় নিদয় হরি
দয়াময় তুমি নাথ, সত্য তব কুসংবাদ ।
শিরোধার্য্য আশীর্বাদ, প্রভু হে বিবেক নাথ
কলঙ্কহীন শশাঙ্ক, হৃদয়ে পরমাহলাদ ।।
রাগিণী খাম্বাজ তাল কাওয়ালী ।
আমারে দেখিয়ে যদি আমি না শিখিতে পারি
কে আর শিখাবে বল, কে হেন শক্তিধারী ।
আমাতে আমার সব, ব্রহ্মাণ্ড বিশ্ব সম্ভব
আমার খেলা খেলাই আমি, কিবা দিবা বিভাবরী ।
আদ্য মধ্য অন্ত হেরি, আমারি রুপ মাধুরী
আমায় দেখি আমায় থাকি, আমায় শিখি আমি করি ।
আমার হইয়ে মন সৃষ্টি করে ত্রিভুবন
কত ভাঙ্গে কত গড়ে, কতই করে কারিকুরী ।
আমি বিশ্ব ইতিহাস, আমাতে বিশ্ব বিকাশ
যত সৃষ্টি স্থিতি লয়, আমি যে মূল তাহারি ।
আমি আমার গুরু শিষ্য, আমাতে গ্রথিত বিশ্ব
আমি আমার শিক্ষা দীক্ষা, কর্তা কর্ম কর্মচারী ।।