মনে আশা যদি পাবে তারে
বিশ্বপ্রেম হৃদয়ে ধরে, কারণ বারিতে ভেসে যারে ।
কালী কৃষ্ণ শিবযোগে, ভালবাসা অনুরাগে
নিতি নব উপভোগে বিলাসে রাখ আদরে ।
সুযোগে সুবোধজন, হয়ে অতি বিচক্ষণ
সহজে কর সাধন, সে ধনে সদা অন্তরে ।
ধরিয়ে বহুত্ববাদ, একত্বে পুরাও সাধ
যোগপূর্ণ হৃদিমাঝে, অভেদী প্রেম বিস্তারে ।।