মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২২০

ইহা উহা করি বলে, থাকতে নাকি পাওনা ঠাই
তুমি আমার হয়ে দেখো, আর কিছু নি কখন চাই ।
তুমি থেকে আড়ে আড়ে, ভেলকি দেখাও ঘুরে ফিরে
দোষ ফেলিয়ে আমার ঘাড়ে, ভ্রুকুটি দেও চলে যাই ।
মান অপমান লজ্জা খেয়ে, প্রাণের টানে বদ্ধ হয়ে
তবু আবার চলি ধেয়ে, দেখি চেয়ে পাই কি না পাই ।
একবার দুইবার না হয় তিনবার, কয়বার জানি না পাই কিনার
ঘুরতে ঘুরতে জীবন আমার, পুড়তে পুড়তে হলো ছাই ।
একবার হয়ে তুমি আমার, যা দেখতে চায় মনটি আমার
সেই প্রেমমুখ দেখাও তোমার, দয়াল নামের লাগে দোহাই ।।