আরজি করলেম গুরু, তোমার রাজ দরবারে ।
আমি জন্ম মিয়াদি অপরাধী, দাও আমারে খালাস করে ।
রক্ষক বলিয়া মনে করি যারে, তক্ষক হইয়া দংশে মম শিরে
যে যেমন পারে জেলখানাতে মারে, কাতরে ডাকি তোমারে ।
যদি কভু চাই কারো মুখপানে, ঘুরে রাঙ্গা আঁখি ভ্রুকুটি বদনে
দেখি ভীত হয়ে আকুল হৃদয়ে, মরিতে বাসনা করে ।
ফসল রাখিতে দিলাম শক্ত বেড়া, বেড়ায় খাইলো শস্য করে দফাসারা
হলেম আত্মহারা, না দেখি কিনারা, ঘেরিয়াছে অন্ধকারে ।
পুষ্পমালা আমি পরিলাম গলে, ফণী হয়ে চায় দংশিবারে ছলে
সুধাকর করে বিষ বৃষ্টি করে, কত রবো কারাগারে ।
রাজ রাজ্যেশ্বর তুমি দয়াময়, কাঙ্গাল বলে যদি ঘৃণা নাহি হয়
অবরোধ মুক্ত করে এসময় পরোয়ানা লিখো সত্বরে ।।