প্রাণের কথা প্রাণই জানে, আর কারোরে জানতে দেয়না । জানাবো কি জানবে কি সে, প্রাণের মানুষ খুজে পায়না । প্রাণেতে আছে প্রমাণ, ওজনে হয় ঠিক এক সমান দূরে যায় তার মান অভিমান, প্রাণের মানুষ সেই একজনা ।।