মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩২৮

আয়রে বাতাস বেগে ছুটিয়া ।
আমার হৃদয় চাঁদের মুখখানা
রেখেছে মেঘে আবরিয়া ।
প্রাণ শশীর মুখে হাসি
বড়ই মধুর ভালবাসি
আয়রে সকলে আসি, দেরে মেঘ সরাইয়া ।
হাসিতে হাসিতে মাথিয়া হাসি
অফুরন্ত হাসা হাসি
করে প্রাণে প্রাণে মিশামিশি হাসিতে পড়ি মিশিয়া ।
আনন্দ হৃদয়ে রাখি, সতত আনন্দে থাকি
মনোমোহন বড় দুঃখি, যেওনা তারে শাশরিয়া ।।