হয়তো চরম তরী, নয়তো চরণ তরী
তরিতে দুই তরী আছে ।
ঘাটে বাঁধা তরী, চড় তাড়াতাড়ি, এক তরী তো
তোরে নিয়ে চলেছে ।
দুমে দুমে যায় ভাটির দিকে ছুটে
লাগবে যেয়ে কালে, শমন রাজার হাটে
তখন হবে শমনজারী, লাগবে হাতে কড়ি
তাতে মারামারি কত আছে ।
আর এক তরী তার নিকটে নিকটে
উজান পথে যেয়ে, লাগে মুক্তি ঘাটে
গেয়ে নামের সারি, হাতে হাতে ধরি, উঠে যেয়ে কত নেচে নেচে
ভাটির তরী তার, আনাড়ি ছয় মাঝি
কর্ণধার এক বেটা, কথায় হয়না রাজি
তাতে আছে ঘূর্ণিপাক, যাত্রী লাখে লাখ, পাকে পাকে ডুবতেছে ।
উজান তরী তার, সুজন কর্ণধার
মাঝি সবাই ভালো, টানে ভক্তিদাড়
যদি ক্ষুধা লাগে পথে, সুধা দেয় সে খেতে, তরী ডুবলেও না মরণ আছে ।
আছে দুই তরী, কোন তরীতে মন
উজান তরী ত্বরা, করো আরোহন
বলে মনোমোহন, হরি বল মন, চড় চড় চড় চরণতরী মাঝে ।।