মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩০৬

জানোনা কি মনের কথা
গান গেয়ে জানাতে হবে
আপনি আপন হাসি কান্দি
পাগল সেজেছি ভবে ।
লোকের সঙ্গে কথোপকথন
মানুষ পাইনা মনের মতন
লিখে রাখি দুই চার কলম
যা জাগে তাই ভাবে ভাবে ।
যে সকল ভাব জাগে মনে
বিবিধ ছন্দ বন্ধনে
ঢেলে দেই মা তোর চরণে
আশা আছে সকল দিরে ।
যখনে যা শুনাই আমি
মনে করি শোনো তুমি
আশার আশে থাকি চেয়ে
এ জ্বালা কবে জুড়াবে ।
জাগ্রত না দেখে পাশে
থাকি গো স্বপনের আশে
তুমি কেবল ছদ্মবেশে
কৌশলে ঘুরায়ে রবে ।
ছাড়ো মায়া করো দয়া
পিতার প্রেমে দেহ কায়া
মনোমোহন তোমায় লইয়া
আনন্দ কত করিবে ।।