মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৭৪

আমি দয়াময় নাম ধরেছি ।
দয়ার সনে তোদের মনে, প্রেমভক্তি দান করেছি ।।
তোদেরে যাইনি ভুলে, তোরা আমার কোলে
খেলবো বলে নূতন খেলা, আপনি আপন লুকায়েছি ।
তোদের কান্না শুনে আমার মানেনা প্রাণে
কান্দিস নারে আকুল হয়ে, আমি তোদের সেই রয়েছি ।
আমায় ভুলে না যাবি, প্রাণ ভরে ডাকবি
দেখবি তখন হৃদয় মাঝে, কেমন উদয় হয়েছি ।।