মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৬১

যার জন্যে তুই ঘুরে বেড়াস, সে দেখি তোর হৃদয় মাঝে ।
মনকে লয়ে নীরব ঘরে বস যেয়ে তুই আপন কাজে ।
আপন ধরে ঘরের কোণে, আলাপ কর মনের সনে
তারে বাধ্য কর তত্বজ্ঞানে, গরলাংশ ফেলাও বেছে ।
সরল ভাবে লয়ে ভক্তি, বিবেক পুত্রের শুনে মুক্তি
বৃদ্ধি কর মনের রতি, শ্রীপদ সরোজে মজে ।
মিষ্টি কথা আলাপনে, সদর রাখ টেনে টুনে
মুক্ত হলে প্রাণে প্রাণে, মিলবে রতন খুব সহজ ।।