মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪২৮

চিনতেম যায়, না চিনে তায়, স্বভাবের অভাবেতে
হা হুতাশে মরছি কেবল ঘুরে ঘুরে দিনে রেতে ।
বিভ্রমে দিক ভুলে গিয়ে, আছি ভুলে মাতাল হয়ে ।
পরিচয় অপরিচয়ে ঘুরতে আছি ঘোর বায়ূতে ।
জ্ঞানাঞ্জনে আঁখির নেশা, অমনি হয় সে দিশা
হলে পরে মাজাঘষা, সাধুসঙ্গ নাম জপেতে ।
ফুটলে আলো ছোটে আঁধার, প্রাণে ভাসে প্রতিমা তার
যথায় আমি যথায় তুমি, আমি তুমি মিলনেতে ।।