মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১২৩

মনের বল দাও মাগো, সর্বশক্তি স্বরুপিনী ।
সন্দেহ করিয়ে দূর, নির্ভয় কর জননী ।
দেখিয়ে ভ্রুকুটি তব, মানি সদা পরাভব,
কি আছে জীব বিভব, শিব হইলো শব আপনি ।
শব্দ স্পর্শ রুপে রসে, হয়ে আছি হারা দিশে,
শক্তিশালী হবো কীসে, মিশেনা হৃদয়খানি ।
ছাড় মায়া হেরি কায়া, আমি যে তোমারই ছায়া,
তুমি সতীপতি জায়া, ঘরে ঘরে আহলাদিনী ।।