মন ভাব তোমারে আপন স্বভাবে । অবলম্বন জগতে, তুমি মাত্র সরবে । চায়না আর কোনো দিকে, প্রাণ চক্ষু অনিমিষে সে রুপ মাধুরী পানে, চেয়ে রহে গরবে । ছদ্মবেশী শিশু সবে, সম্মুখীন হলো এবে প্রকাশ পূর্ণ প্রতিভা, হৃদয় চাহে যে ভাবে ।।