মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৫৮

সান্ধ্য সমীরে মধুর স্বরে গাইছে তারে
মিহির তারা সকলে পশুপাখি নরে ।
কেন ওরে মূঢ় মন, হেলায়ে এ হেনক্ষণ
করিছো বৃথা কর্তন, কীর্ত্তন কর তারে ।
প্রকৃতির প্রতি স্তরে, একতানে সমস্বরে
তাহারই মহিমা স্ফুরে, কিবা ভবন কান্তারে ।
হেরিয়ে স্বভাব শোভা, হওরে মানস লোভা
করিতে তাহার সেবা, অকপট অন্তরে ।।