মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৯

তারে ডাকতে জানলে দিত দেখা, কইত কথা আমার সনে ।
সে যে ডাক শুনেনা, কয়না কথা, বুঝলাম আমি ডাক জানিনে
ডাকার মত ডাকছে যারা, হয়না কভু তারে হারা,
সে তারে দিয়েছে ধরা, যে ডেকেছে আকুল প্রাণে ।
শিশু যেমন মাকে ডাকে, জানেনা আর অন্য কাকে,
সুখে দুঃখে মা মা, মা মা, দেখেনা আর মা বিনে ।
জলদে ডাকে চাতকে, ঝড় তুফান করকে,
প্রাণ গেলেও যাকে তাকে, ডাকেনা সে, সে বিনে ।
বৃন্দাবনে ব্রজগোপী, রয়েছে যে ভাবে ডুবি,
সে ভাবে স্বভাব নিবি, বলে যত মহাজনে ।
সে ভাবে স্বভাব নিতে, হলোনা আর আমা হতে,
কামিনী কাঞ্চনে পথে, গোল বাজাইলো হেচকা টানে ।
ডাকার মত ডাকলে পরে, রইতে কি সে পারতো দূরে,
দেখা দিত সে আমারে, কইতাম কথা প্রাণে প্রাণে ।
ডাকার মত ডাক জানিনে, তাই তো তার দেখা পাইনে,
শিশুর কাছে ডাক শিখে নে, মনোমোহন কয় ভেবে মনে ।।