মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৮৫

প্রভু হে প্রণব পতি অনাদি কারণ ।
পরম গুরু স্বরুপ, অপরুপ দর্শন ।
হেরি অনন্ত আকাশে, তোমারই করুণা হাসে,
রবি শশী গ্রহ তারা, বিতরে কিরণ ।
মেঘ জল বরিষয়ে, পবন সঞ্চারে ভয়ে,
তোমারই মহিমাপূর্ণ, অনন্ত ভুবন ।
কত অকথিত কথা, অগীত সঙ্গীত গাঁথা,
অনাহত ধাইছে, স্পর্শিতে চরণ ।।