কোথা গো করুণাময়ী, করুণা করো কিঙ্করে ।
হীনবল সাধনে আমি, দেখিতে না পাই তোমারে ।
সংসারে দারুণ তৃষা, মিটেনা মা এ পিপাসা,
দেখিছো বুঝি তামাসা, ফেলায়ে ভব গহ্বরে ।
চারিদিকে হেরি শূণ্য, তোমা বিনা নাহি অন্য,
কোথা গো জীবনের অন্ন, পাই না তো তালাস করে ।
রুদ্ধ ভবিতব্য দ্বার, দেখা নাহি যায় আঁধার,
দিবে কি খুলিয়া তার, কবাট করুণা করে ।
এ যাতনা কুন্তীপাকে, রক্ষ মা ঘোর বিপাকে,
মনোমোহন মা তোমাকে, সাধে গো চরণে ধরে ।।