মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১০০

চিন্ত সে অচিন্ত্য ধনে, ওরে ও মন চিন্তামনি ।
চিনতে যারে চিন্তা করে, অনন্ত বিশ্ব মেদিনী ।
আলোক আঁধার গড়া, কিছুতেই না যায় ধরা,
নিরাকার সাকারা সে, সারাৎসারা সৌদামিনী ।
নানা বর্ণে রুপ ভাতি, পূর্ণহুতি শুভ্রজ্যোতি,
এ জগত কোলে লয়ে, জগতের কোলে যিনি ।
প্রমময়ী প্রেমভরা, প্রেমেতেই দিবে ধরা,
প্রেমে মজে প্রেমিকেরা, দেখেছে প্রতিমাখানি ।।