মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৪৪

যার মন উদাসী হয়েছে পাগলা রে
হিন্দু মুসলমান কে হয়, চিনিনা তারে ।
বুঝতে নারি ছোট বড়, চিনতে নারি আপন পর
ব্রহ্মাণ্ড বাঁধিয়া রাখছে, দেখি এক তারে ।
বাগদি হাড়ি চাড়াল মুচি, কোনটা শুচি হয় অশুচি
দেখি সকল ভোজের বাজি, রাজী নয় সে ভেদ বিচারে
অখণ্ড মণ্ডলাকার, ব্যাপ্ত বিশ্ব চরাচরে
যা দেখি সব একের খেলা, এক বিনা আর নাই সংসারে ।
মনোমোহনের মন বাবাজী, ভাঙ্গা তরী বেহুশ মাঝি
সোচ্চার লোচ্চা, পাজির পাজি, কেবল বকাবকি করে ।।