মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১০৬

মা আমারে দয়া করে শিশুর মতো করে রাখো ।
শৈশবের সৌন্দর্য ছেড়ে, বড় হতে দিও নাকো ।
সুন্দর সরল প্রাণ, মান অপমান নাহি জ্ঞান ।
হিংসা নিন্দা ঘৃণা লজ্জা, কিছুই সে জানে নাকো ।
শাস্ত্র পড়ে জ্ঞানী হতে, সাধ নাইগো মা আর মনেতে,
লুকিয়ে থাকি তোর কোলেতে, ডাকতে চাই মা শিশুর ডাক ।
ক্ষুধা পেলে কাতর স্বরে, শিশু যেমন মা মা করে,
ভয় পাইলে নাহি ডরে, পাইলে মায়ের লাগ ।
তেমনি আমার শিশুর ধারা, করে রাখ জন্ম ভরা,
শরীর বাড়ুক ক্ষতি নাই মা, প্রাণটি আমার শিশু থাক ।।